দৈনিক খুলনা
The news is by your side.

প্লাষ্টিক পলিথিন এখন পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন রোধে অভিজ্ঞতা বিনিময় সভা

10

কয়রা(খুলনা)প্রতিনিধি:কয়রায় সুন্দরবনের পরিবেশ রক্ষা ও দূষণ হ্রাসে করণীয় নির্ধারণে সরকারী রেসরকারী প্রতিষ্ঠানের সাথে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় টায় উত্তরবেদকাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগীতায় ও ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার আয়োজনে সরকারী ও বেসরকারি প্রতিনিধি ও পরিবেশ কর্মীদের নিয়ে এ অভিজ্ঞা বিনিময় কর্মশালা অনু্ষ্ঠিত হয়।

ইয়ুথ ফর সুন্দরবন কয়রার সভাপতি নিরপদ মুন্ডার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়রা কপোতাক্ষ কলেজের অবসারপ্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, বেদকাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক মন্জুর ইলাহী বিদ্যুৎ,সুধাংশ কুমার সরকার, বেদকাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির বিশ্বাস, রুপান্তরের প্রজেক্ট অফিসার অনুপ রায়, ইয়ুৃথ ফর সুন্দরবন কয়রায় সদস্য ফরহাদ হোসেন, খাদিজা সুলতানা সাথী, সঞ্জয় মন্ডল, সুব্রত মন্ডল, আমিনুর রহমান, জাকি মুজাহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,প্লাস্টিক ও পলিথিন এখন পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমাদের ব্যবহৃত প্লাস্টিক ও পলিথিনের বর্জ্য মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই দূষণ রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাজারে কাপড়ের ব্যাগ ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের আহ্বান জানান বক্তারা।