দৈনিক খুলনা
The news is by your side.

পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে: বকুল

29

খুলনা-৩ আসনের ধানের শীষের কান্ডারী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, পাশের একটি দেশ ফ্যাসিবাদের সেইফ হোমে পরিণত হয়েছে। দিল্লির ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পাবলা সবুজ সংঘ মাঠে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুলের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত অভিভাবক ও সুধীজনের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদীরা বসে নেই। তারা নানাভাবে নানা কায়দায় তাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এই ষড়যন্ত্রকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে।

সর্বগ্রাসী দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় বাংলাদেশ আজ ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে রাষ্ট্রের সংস্কার অপরিহায। কিন্তু অর্নিবাচিত সরকারের দ্বারা পুরোপুরি সংস্কার করা সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার করতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজন।

সে ক্ষেত্রে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। বকুল আরো বলেন, বিগত পতিত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। খাদের কিনারা থেকে শিক্ষা ব্যবস্থা তুলে আনতে নির্বাচিত সরকারের প্রয়োজন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এড. মাসুদ হোসেন রনি, শেখ ইমাম হোসেন, মতলুবুর রহমান মিতুল, বিমলেন্দু দাশ প্রমূখ। সার্বিক সহযোগীতায় ছিলেন আকুঞ্জী জাকির হোসেন প্রমূখ।

-খবর বিজ্ঞপ্তি

Leave A Reply

Your email address will not be published.