পাটকেলঘাটার কুমিরা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মশারাফের কন্যা মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেণীর ছাত্রী শিল্পী খাতুন (১৩) একই থানার চোমরখালি গ্রামের আব্দুললর পুত্র ফাহিম (১৭) মোড়লের সাথে প্রেমিকার ফুফু সুফিয়া বেগমের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ফাহিম পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। জানা গেছে গত বৃহস্পতি বার প্রেমিক শিল্পী খাতুন প্রেমিকার বাড়িতে অবস্থান নেয়। প্রেমিকা প্রেম িকের বাড়িতে অবস্থান নিলে আইন বাড়ি থেকে অন্যত্র চলে যায়।
এক পর্যায়ে ফাহিমের পিতামাতা প্রেমিকা শিল্পী কে বাড়ি থেকে বের করে দেন। এলাকার বাসী জানায় প্রেমিকা প্রেমিকের বাড়ির পাশে প্রেমিকা শিল্পীর ফুফা সুফিয়া বেগমের বাড়ি থাকায় সেখানে প্রেমিকার শিল্পী অবস্থান নেন।
এদিকে শিল্পীর ফুফু সুফিয়া বেগম প্রেমিক নামধারী ফাইমে পরিবারের নামে মামলা করার জন্য হুমকি দিচ্ছে বলে গ্রামবাসী জানিয়েছে। জানা যায় এই মেয়েটি ইতিপূর্বেও তিনবার অন্য ছেলেদের হাত ধরে পালিয়ে গিয়েছিল। সে কারণে এই মেয়েটি পুত্র বধু হিসাবে গ্রহণ করা সম্ভব নয় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছে। এলাকাবাসী জানিয়েছে শিল্পীর ফুফু সুফিয়া এই দুজনের ভেতরে এই নাবালক বীর বিষয়টা শুধু নয় দুজনের সম্পর্ক তৈরি করার পিছনে তার ফুফুর হাত রয়েছে এবং তার ফুপাতো ভাই হাসিবুর মোড়লের হাত রয়েছে বলে গ্রামবাসী জানিয়েছে।