পাটকেলঘাটা প্রতিনিধি :পাটকেলঘাটার বিভিন্ন এলাকায় বিপদগামী বখাটেদের উৎপাত দিন দিন বেড়েই চলেছে এতে অতিষ্ঠ হয়ে পড়েছে অভিভাবক ও সাধারন জনগন।
স্থানীয়রা জানায়,পাটকেলঘাটা কালীবাড়ী রোড,পাটকেলঘাটা হাইস্কুল রোড, কুমিরা মহিলা কলেজ এর সামনে, তৈলকুপি,, সরুলিয়া, কাশিপুর সহ যুগিপুকুর বিশ্বাস বাড়ী এলাকায় উঠতি বয়সী কিছু যুবক সাঙ্গপাঙ্গ নিয়ে এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। বিশেষ করে স্কুল _কলেজ গামী ছাত্রীদের প্রতি তাদের কুনজর ও মোবাইলে বিভিন্ন সময় ছবি ধারন করে বলে অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন।
এছাড়া খলিশখালী ইউনিয়নের এনায়েতপুর,দুধলিয়া, রাঘবকাঠি, চোমরখালি, সাড়াডাঙ্গা, কাশিয়াডাডাঙ্গা, ঘোষপাড়ায় গত ৬ মাসে বখাটেদের উৎপাতে বিভিন্ন এলাকা থেকে ৬৫ টি মটর চুরির ঘটনা ঘটেছে। এসব মটর অল্প টাকায় বিক্রি করে বিভিন্ন স্থানে মাদকসেবনের আসর বসাচ্ছে। এতে এলাকাবাসী চরম ভয়ে মুখ খুলতে পারছেন না।
এমনকি পরিবারের সাথেও অমানবিক আচরণ করছে বলে শোনা গেছে। এলাকাবাসীর অভিযোগ, যুগিপুকুরিয়া বড় পুকুর মহিলাদের গোসলের সময় পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকে এরা। এ নিয়ে প্রতিবাদ করলে বেশ কয়েকজন নারী শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনা ও ঘটেছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এদের দৌরাত্ম্য আরও বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান শাহিনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি ব্যবস্থা নেবেন বলে জানান,