দৈনিক খুলনা
The news is by your side.

পাটকেলঘাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংসদ নির্বাচনে পরিচালনা কমিটি গঠিত

19

পাটকেলঘাটা প্রতিনিধি :পাটকেলঘাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগামী সংসদ নির্বাচনের পরিচালনা কমিটি গঠন উপলক্ষে গতকাল রাত আটটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাটকেলঘাটা থানা ইসলামি আন্দোলন বাংলাদেশের পাটকেলঘাটা থানা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন , সাতক্ষীরা __১ ( তালা –কলারোয়া ) আসনে আগামী সংসদ নির্বাচনে হাতপাখা মার্কা প্রতীকের প্রার্থী ও তালা উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , মোঃ খায়রুল ইসলাম, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ রবিউল ইসলাম, আশরাফল ইসলাম অনুষ্ঠান শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন সফল করার লক্ষ্যে খায়রুল ইসলাম মনুকে আহবায়ক ও শাহাদাত হোসেনকে সমন্বয়কারী করে ২৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগামী সংসদ নির্বাচনের প্রার্থী মাওলানা রেজাউল করিম বলেন দেশের শান্তি শৃঙ্খলা ও আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে হাত পাখা মার্কায় আগামী নির্বাচনে ভোট দেয়ার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.