পাটকেলঘাটা প্রতিনিধি : পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আল ইকরাম মানবিক সংস্থার উদ্যোগে পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। পাটকেলঘাটা থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন — আল ইকরাম সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মুফতি মুখলিছুর রহমান সাদী, সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক, অর্থ সম্পাদক মাওলানা আল আমিন সরদার, সহকারী অর্থ সম্পাদক মোহাম্মদ তামিম হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাসনিম হাসান, ক্রিয়া বিষয়ক সম্পাদক হাফেজ ইয়াসিন হাওলাদার এবং নির্বাহী সদস্য তানভীর হাসান।
সংস্থার নেতৃবৃন্দ জানান, পরিবেশ রক্ষায় ফলদ বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ গাছ বিতরণের এ কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীতে আরো অধিক শিক্ষা প্রতিষ্ঠানে গাছ বিতরণ করা হবে।