পাটকেলঘাটা প্রতিনিধি :আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা _১ (তালা _কলারোয়া ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রার্থী মাওলানা রেজাউল করিম
গতকাল দুপুরে পাটকেলঘাটা সহ মির্জাপুর বাজারে হাতপাখা প্রতীকের লিফলেট বিতরণ করেছেন। এ সময়ে তিনি ভোটারদের কাছে হাতপাখা প্রতিটিভোট আহ্বান জানিয়েছেন।
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানার রেজাউল করিম লিফলেট বিতরণের সময় বলেছেন ইসলামী আন্দোলন একটি শান্তিপ্রিয় রাজনৈতিক সংগঠন। আমার দল আগামী সংসদ নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমরা মানুষের সকল ধর্মের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাব ইনশাল্লাহ।
এ সময় তার সঙ্গে ছিলেন কালা উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হক, তালাও তালা উপজেলা ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম ও আব্দুল আলিম প্রমুখ।