দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

43

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথভাবে উদযাপন উপলক্ষ্যে পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মইনুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট গাইনী চিকিৎসক ডা. সুজন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পিআইও রাজীব বিশ্বাস, প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, পূজা পরিষদের জেলা নেতা প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা সহ-সভাপতি মুরারী মোহন সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, ঐক্য ফ্রন্টের উপজেলা সেক্রেটারি দীপঙ্কর শিকদার, শান্ত্বানু সরকার। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সেনাবাহিনী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলা ১৪৩ টা পূজা মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি, প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.