দৈনিক খুলনা
The news is by your side.

পাঁচ দিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে

17

বেনাপোল প্রতিনিধিঃ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় দু’বন্দরে কর্মচঞ্চল্যতা ফিরে এসেছে।

 

আমদানি রপ্তানি বাণিজ্য চালু হওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন বেনাপোল স্থল বন্দরের পরিচালক শামীম হোসেন রেজা ।

 

তিনি জানান,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে পাঁচ দিন সরকারি ছুটি ছিল । ৫ দিন সরকারি ছুটি থাকার কারণে এ পাঁচ দিন বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পুনরায় চালু হয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য চালু হওয়ায় কর্মচঞ্চলতা ফিরে এসেছে বেনাপোল কাস্টমস ও বন্দর এলাকায়।

Leave A Reply

Your email address will not be published.