জিএম টিপু সুলতান মনিরামপুর যশোর প্রতিনিধিঃ গতকাল বিকাল ৫ টায় নেহালপুর দাখিল মাদ্রাসার হলরুমে এডহক কমিটির পরিচিতি ও সুধী সমাবেশ – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
নেহালপুর দাখিল মাদ্রাসার আয়োজনে এবং , ডাঃ ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব গঠিত এডহক কমিটির নভাপতি মোঃ কামাল হোসেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জি এম খলিলুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ আবু তালহা।
নব গঠিত এডহক কমিটির নভাপতি মোঃ কামাল হোসেন বলেন আগামি ৬ মাসের ভিতর নেহালপুর দাখিল মাদ্রাসাকে সকলের সহোযোগিতা নিয়ে চাকচিক্যময় করে তুলবো।
আরো উপস্থিত ছিলেন নেহালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসকে মিজানুর রহমান, নেহালপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার আলেয়া বেগম, কারী আঃ সবুর গাজী, সুবাহান দফাদার সহ এলাকার সুধীজন।