দৈনিক খুলনা
The news is by your side.

নিবন্ধন পেল লেবার পার্টি

প্রতীক আনারস

71

আদালতের আদেশে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটিকে প্রতীক হিসেবে ‘আনারস’ দেওয়া হয়েছে ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন সনদ দেয় ইসি। এতে সই করেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

সনদে বলা হয়, গণপ্রতিনিধিত্ব (আরপিও) অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের গত ২৯ মে তারিখের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির নিবন্ধন নম্বর ৫৬।

এ বিষয়ে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সংবাদমাধ্যমকে জানান, তার দলের প্রতীক আনারস।এর মধ্য দিয়ে দেশে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫২টি (স্থগিত থাকা আওয়ামী লীগসহ)।

Leave A Reply

Your email address will not be published.