দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলের লোহাগড়ায় ঈদ করতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

112

নড়াইলের লোহাগড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ফাতেমা সিদ্দিকা নামে ৭ বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে । সে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চোরখালি গ্রামের মহাসিন মোল্যার মেয়ে। আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফাতেমা ও তার মা লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চোরখালি নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের চাচই গ্রামে তার নানা মৃত লিয়াকত মোল্যার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে নানা বাড়ির পাশে একটি পুকুরে সবার অজান্তে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির পর একপর্যায়ে স্থানীয় ও স্বজনরা তাকে পুকুরের পানিতে ভাঁসতে দেখে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন এই বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.