দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

142

নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নড়াইল জেলা পর্যায়ের প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২১ এপ্রিল নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতি,বিষয় ভিত্তিক কুইজ, কাবিং বিষয়ে ১৮ টি ইভেন্টে ১০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রী বিভাগে প্রথম স্থান অধিকারী ৩৬ জন বিজয়ী পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুন্ডু, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোহাম্মদ রুস্তম আলী, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ রাকিবিল বারী, জেলা ক্রিয়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী পরিচালক দেবাশীষ বাইন প্রমুখ। প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Leave A Reply

Your email address will not be published.