দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ, আলোচনা সভা

121

২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ২৫ শে মার্চ) বেলা ১১ টায় জেলা প্রশাসক নড়াইলের সম্মেলন কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা তথ্য অফিসার মোঃ রোস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ তবিবুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।
এ সময় বক্তারা ১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার বর্ণনা তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

Leave A Reply

Your email address will not be published.