দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলে নাশকতা মামলায় পৌর মেয়র আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগ সাধারণ সম্পাদক খোকন সাহা কারাগারে

128

নড়াইলে ছাত্র জনতার উপর হামলা ও নাশকতার দুটি মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঞ্জুমানআরা এবং জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ নড়াইলের সদস্য খোকন সাহাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেছে আদালত। বৃহস্পতিবার(২০মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ বিচারপতি শারমিন নিগার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।উল্লেখ্য ২০২৪ সালের ৪ আগস্ট নড়াইলে রাসেল সেতুর উপর ছাত্র জনতার উপর হামলার ঘটনায় সদর উপজেলা বি এনপি সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ৯০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়। এছাড়া সেপ্টেম্বর নড়াইল সদর থানায় আরো একটি মামলা দায়ের হয়। এই মামলা দুটিতে যথাক্রমে মেয়র আঞ্জুমানারা ৫ নং ও ৬৩ নং আসামী এবং খোকন সাহা ১০ নং ও ২৬ নং আসামী।
আসামীদ্বয় ২৭ জানুয়ারী হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। ২০মার্চ নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন। এ সময় আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.