দৈনিক খুলনা
The news is by your side.

নগরীতে আনন্দ আর হৈ-হুল্লোড়ে সুবিধাবঞ্চিত শিশুদের প্রীতিভোজ

34

নগরীর নিউ মার্কেট এলাকায় শিশুরা মেতে ওঠে উল্লাসে। সঙ্গে চলতে থাকে ওদের কচি কণ্ঠে, ওদের মতো করে গান, ছড়া আর কবিতা আবৃত্তি। আনন্দ আর হৈ-হুল্লোড়ে মাতোয়ারা তারা। মঙ্গলবার দুপুরে নিউ মার্কেট এলাকায় শিপ্রা মিষ্টান্ন ভাণ্ডারে এ দৃশ্য দেখা যায়।

জানাযায়, ইউনিসেফের প্রকল্পের আওতায় শিপ্রা মিষ্টান্ন ভাণ্ডারের সহযোগিতায় সমাজসেবা কার্যালয় ও ওয়াল্ড ভিশনের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়। ভোজে অংশ নেন নগরীর সুবিধাবঞ্চিত ইউনিসেফের শিশুরা।
এসময় উপস্থিত ছিলেন শিপ্রা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সুমন সাহা, ওয়ার্ল্ড ভিশনের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, ইউনিসেফ বাংলাদেশের খুলনা জোনের চাইল্ড প্রটেকশন অফিসার মমিনুননেছা শিখা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা জোনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার প্রমূখ।

ফুলি সরকার বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখের হাসির জন্য আমাদের কার্যক্রম সার্থক হয়। আমরা চাই সমাজের অসহায়, বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে। শুধু স্বেচ্ছাসেবী সংগঠন নয়, সমাজের সকল মানুষদেরও এতিম অসহায় দুস্থদের সাহযোগিতায় হাত বাড়াতে হবে। আমরা আগামীতেও অসহায়দের পাশে বৃহৎ পরিসরে দাঁড়াতে পারবো বলে আশা করি।

শিপ্রা মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সুমন সাহা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অসহায় দরিদ্র ও শিশুদের কল্যাণে আমাদের এলাকায় কাজ করে আসছে। তাদের এ মহৎ কাজে স্বপ্রণোদিত হয়ে আমার শক্তি ও সামর্থ অনুযায়ী আমার ব্যবসার লভ্যাংশ থেকে আমি মাসে একদিন অসহায়-দরিদ্র পথশিশুদের এক বেলা খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

Leave A Reply

Your email address will not be published.