এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। যা টাকায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৯ কোটি ১৭ লাখ ডলার। এটি বাংলাদেশের ইতিহাসে এক মাসে আসা দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের আগের মাসে ঈদ উপলক্ষে রেকর্ড ৩২৯ কোটি ডলার এসেছিল। এপ্রিলেও সেই গতি অব্যাহত থেকেছে।
এর আগেও গত ডিসেম্বর মাসে তৃতীয় সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত বছরের এপ্রিল মাসে এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ এবারের এপ্রিলের চেয়ে প্রায় ৭০ কোটি ডলার কম।
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৪ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৯৯২ কোটি। সেই হিসেবে এক বছরের ব্যবধানে বেড়েছে ৫৪২ কোটি ডলার, যা প্রবৃদ্ধির হিসেবে প্রায় ২৮ দশমিক ৩০ শতাংশ।