বাংলাদেশের জার্সি গায়ে দেশের মাটিতে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সামনে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সেই লক্ষ্যে আজ (সোমবার) সকাল ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিন নির্বাহী সদস্য। সঙ্গে ছিলেন হামজার বাবা-মাও।
বাংলাদেশের হয়ে এরইমধ্যে আন্তর্জাতিক অভিষেক সেরে ফেলেছেন হামজা। গত মার্চে ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথমবারের মতো লাল-সবুজের হয়ে মাঠে নামেন তিনি। এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় আছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
তবে তিনি ভুটানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে খেলবেন, নাকি সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাই পর্বের ম্যাচে নামবেন—তা এখনো নিশ্চিত নয়। যদিও বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা দুই দিন আগেই ইঙ্গিত দিয়েছেন, ভুটানের বিপক্ষে বুধবারের ম্যাচে হামজাকে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোচের ভাষায়, ‘সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে তার খেলার অভিজ্ঞতা দরকার।’
প্রসঙ্গত, ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে প্রতিপক্ষ সিঙ্গাপুর।
সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হয়েছেন আরও দুই প্রবাসী ফুটবলার—ফাহামিদুল ইসলাম ও শামিত সোম। এরমধ্যে ফাহামিদুল আগেই ঢাকায় পৌঁছে গেছেন। শামিত সোমের ঢাকায় আসার কথা মঙ্গলবার।