যেসব শিল্প পরিবেশ দূষণ করেছে তাদেরকে ব্যাংক থেকে ঋণ না দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কিছু ব্যাংকের বিনিয়োগ সিদ্ধান্ত পরিবেশের ক্ষতি করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ব্যাংকের ‘ব্লুম ইনটু দ্যা ফিউচার’ থিম নিয়ে সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৩ উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন রিজওয়ানা।
উপদেষ্টা বলেন, “আমি যখন আদালতে কোনো দূষণকারী ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলি, আর্গুমেন্ট হয় এই বলে যে, যদি এই ইন্ডাস্ট্রি বন্ধ করা হয় তবে ২০ হাজার মানুষ চাকরি হারাবে, রপ্তানি কমে যাবে, ব্যাংক লোন পাওয়া যাবে না।
“তার মানে বাংলাদেশের ব্যাংকগুলো দূষণকারী ইন্ডাস্ট্রিগুলোকে লোন দেয়৷ আমি ব্রাক ব্যাংকসহ অন্যান্য ব্যাংককে বলতে চাই, আপনারা ওইসব ইন্ডাস্ট্রিকে লোন দিয়েন না যারা অভ্যাসগতভাবেই পরিবেশ দূষণ করছে।”
ব্যাংকগুলোর প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, “একটা ইন্ডাস্ট্রি যে প্রতিনিয়ত দূষণ করছে, সব নিয়ম ভঙ্গ করছে সেই ইন্ডাস্ট্রিকে যদি আপনারা ফান্ড দেন শুধুমাত্র সে রপ্তানি করছে বা হাজার মানুষের চাকরি দিয়েছে বা ডলার আয় করছে, তাহলে কি সেটা সাসটেইনেবল ব্যাংকিং হবে?
“যে ইন্ডাস্ট্রি এসব করে ব্যবসায় লাভ করছে তারা কি তাদের লাভ আমাদের সাথে শেয়ার করছে? যদি তা শেয়ার না করে থাকে তবে মানুষ কেন এই দূষণ মেনে নেবে?”
ব্র্যাক ব্যাংক এই ধরনের বিনিয়োগ করেনি মন্তব্য করে রিজওয়ানা বলেন, “ব্র্যাক ব্যাংকের ওপর আস্থা রয়েছে। সেই আস্থা ধরে রাখতে হবে।”
রিজওয়ানা বলেন, তিনি বাংলাদেশে এমন এক ভবিষ্যতের স্বপ্ন দেখেন যেখানে শহরে পরিকল্পনা থেকে শুরু করে কৃষি পরিকল্পনা, যেমন সবুজ অর্থায়ন, সার্কুলার ইকোনমি প্র্যাকটিস এবং টেকসই প্রযুক্তির মতো উদ্ভাবনী সমাধানে প্রাধান্য দেওয়া হবে।
সবুজ অর্থায়ন বিষয়ে ব্র্যাক ব্যাংকের উদ্যোগগুলোর প্রশংসাও করেন তিনি। বলেন, “যেসব প্রতিষ্ঠান সবুজ অর্থায়ন এবং টেকসই অর্থনীতিতে অবদান রাখতে চায়, সেসব প্রতিষ্ঠানের জন্য একটি আদর্শ মডেল হিসেবে কাজ করতে পারে।”
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার বলেন, “সাসটেইনেবিলিটি রেটিং শুধু একটি ব্যাংকের পারফর্ম্যান্সের পরিমাপকই নয়, তা দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যে ব্যাংকটির নেওয়া নানান উদ্যোগ, যা অর্থনৈতিক অগ্রগতি, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোও তুলে ধরে।”
ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, উপমহাব্যবস্থাপক ও চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।