দৈনিক খুলনা
The news is by your side.

দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

21

নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। তিনি বলেন, নির্বাচন নিয়ে তৈরি ধোঁয়াশা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা জরুরি। এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে দল।

এছাড়া, আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠকে বসবে বিএনপি।

 

Leave A Reply

Your email address will not be published.