দৈনিক খুলনা
The news is by your side.

তারেক রহমানের নির্দেশ পালনে ড্রেন পরিষ্কার করলেন মশিউর রহমান যাদু

118

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন দলের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু।

রবিবার (২০ আগস্ট) ফকিরহাট ও চিতলমারী উপজেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজেই ড্রেন পরিষ্কারসহ নানা সমাজসেবামূলক কর্মসূচিতে অংশ নেন তিনি।

সকালে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কারের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। এরপর বিকেলে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশ এলাকায় চলে পরিচ্ছন্নতা অভিযান। দিনব্যাপী এই কর্মসূচিতে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং দুই উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার করা হয়।

সবচেয়ে আলোচিত বিষয় ছিল, নিজেই গায়ের জামা খুলে খালি গায়ে ড্রেন পরিষ্কার করেন মশিউর রহমান যাদু। তার এই উদ্যোগ সাধারণ মানুষ এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি, বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীদের স্মরণে কৃষ্ণচূড়া ও অন্যান্য পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করা হয়। এছাড়া ডাস্টবিন স্থাপন করাসহ পরিবেশবান্ধব নানা উদ্যোগ নেয়া হয়।

এই কর্মসূচিতে মশিউর রহমান যাদুর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান নোবেল, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সৌদি, যুগ্ম আহ্বায়ক রায়হান নোবেল হৃদয়, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মইনুদ্দিন মেরু, সদস্য সচিব ইকবাল হোসেন, চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামতউল্লাহ এবং সদস্য সচিব কাশিনাথ বৈরাগীসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচি শেষে মশিউর রহমান যাদু বলেন, দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় জনগণের পাশে থেকে সমাজ উন্নয়নে কাজ করাই আমাদের লক্ষ্য। আমরা গতানুগতিক রাজনীতিতে বিশ্বাস করি না। টেকসই গণতন্ত্রের জন্য তৃণমূলে জনগণের সাথে একাত্ম হয়ে কাজ করতেই আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ এই কাজ চলমান থাকবে।

Leave A Reply

Your email address will not be published.