ডুমুরিয়া প্রতিনিধি: আন্তর্জাতিক গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে শাহপুর শাখা আয়োজিত শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুরস্কার বিতরণ, দোয়া অনুষ্ঠান, আলোচনা ও কেক কেটে দিনটি পালন করা হয়।
গাঙচিল শাহপুর কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও খুলনা -৫ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলার সমন্বয়ক কবি ও সাহিত্যিক এস এম নূরুল ইসলাম।
শাহপুর শাখা সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জীর সঞ্চালনায় আলোচনা করেন কবি ও সাহিত্যিক দীনেশ চন্দ্র মণ্ডল, আলী আকবর, ডঃ আশরাফ গোলদার, ইকবাল হোসেন, প্রভাষক বিশ্বজিৎ মৃধা, শেফাউল হুসনা তনু, অসীম সাহা, সুমন বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণিত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী মেহেদী হাসান নিরব, ২য় স্থান অধিকারী রোদেলা রহমান রীতি এবং ৩য় স্থান অধিকারী জাবিন আখতারসহ ১০জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শেষে সড়ক দুর্ঘটনায় নিহত মধুগ্রাম ইসলামীয়া আলিম মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মোস্তফা আল হাসনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।