দৈনিক খুলনা
The news is by your side.

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান জেলেনস্কি

118

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পরও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক চরম বাগ্‌বিতণ্ডায় রূপ নেয়। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে দুই নেতার মতবিরোধ চরমে পৌঁছালে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। বৈঠকের পরপরই নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়, এবং জেলেনস্কিকে হোয়াইট হাউস ছাড়তে বলা হয়।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্পের আচরণ সত্ত্বেও তিনি এখনো যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার আশা রাখেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক দুই প্রেসিডেন্টের সম্পর্কের চেয়ে বড়। আমাদের জন্য ওয়াশিংটনের সহায়তা অপরিহার্য।”

ওভাল অফিসে বৈঠকের সময় ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও জেলেনস্কির সমালোচনায় অংশ নেন। তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতার অভাবের অভিযোগ এনে বলেন, “আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না।” এ সময় ট্রাম্পও মাথা নেড়ে তার কথায় সম্মতি জানান।

ট্রাম্প জেলেনস্কিকে স্পষ্ট জানিয়ে দেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে। তবে জবাবে জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে “একজন খুনি” আখ্যা দিয়ে বলেন, “খুনির সঙ্গে কোনো ছাড় দেওয়া উচিত নয়।”

বৈঠকের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জেলেনস্কির সমালোচনা করে লেখেন, “তিনি (জেলেনস্কি) যুক্তরাষ্ট্র এবং ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন আবার ফিরে আসতে পারেন।”

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তপ্ত পরিস্থিতির পর হোয়াইট হাউসের কর্মকর্তারা জেলেনস্কিকে দ্রুত প্রাসাদ ছেড়ে যেতে বলেন।

Leave A Reply

Your email address will not be published.