দৈনিক খুলনা
The news is by your side.

ট্রাম্পকে ‘ডিলমেকিং’ এর আহ্বান প্রধান উপদেষ্টার

122

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলকে ‘দস্যু পরিবারের শাসন’ বলে অভিহিত করেছেন।

সোমবার (১০ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে ড. ইউনূস বলেন, “হাসিনার শাসন কোনো সরকার ছিল না, এটি ছিল একদল দস্যুর পরিবার। বস যা চাইতেন, তাই হতো।”

শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “তিনি (হাসিনা) যে ক্ষতি করেছেন, তা ছিল বিধ্বংসী। এটি ছিল আরেকটি গাজার মতো। তবে এখানে ভবন ধ্বংস হয়নি, বরং নষ্ট হয়েছে প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ ও আন্তর্জাতিক সম্পর্ক।”

ড. ইউনূসের মতে, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যা মেনে নেওয়া যায়। তবে, “তিনি ভারতকে ব্যবহার করে আমাদের পরিবর্তনের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন, যা দেশকে অস্থিতিশীল করছে। এটি বিপজ্জনক।”

প্রতিবেদনে বলা হয়, ভারত সরকারের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরা-ও ড. ইউনূসের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তবে, ইউনূস মনে করেন, বাংলাদেশ ট্রাম্পের কাছে একটি সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র হতে পারে। তিনি বলেন, “ট্রাম্প একজন ডিলমেকার । আমি তাকে বলছি, আমাদের সঙ্গে চুক্তিতে আসুন। যদি তা না হয়, কিছুটা কষ্ট হবে, তবে গণতান্ত্রিক পরিবর্তন থেমে থাকবে না।”

Leave A Reply

Your email address will not be published.