দৈনিক খুলনা
The news is by your side.

জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার যুবক থাকবে না।

ডুমুরিয়ায় ছাত্র যুব সমাবেশে মিয়া গোলাম পরওয়ার

31

ডুমুরিয়া প্রতিনিধি: জামায়াতের সেক্রটারী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে কোনো বেকার যুবক থাকবে না। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কোনো এমপি বা মন্ত্রী সরকারি গাড়ি, বাড়ি বা অন্য কোনো সুবিধা ভোগ করবে না। পারলে অন্য দলও সেই অঙ্গীকার করুক।

তিনি বলেন, ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকার জলাবদ্ধতা নিরসন ও এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হবে। আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে জামায়াতের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।

শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওঃ মুক্তার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওঃ রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় ছাত্রশিবির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারী মোঃ নূরুল ইসলাম সাদ্দাম, জেলা নেতা মাহাফুজুর রহমান, খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হুসাইন, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, উপজেলা হিন্দু শাখার সভাপতি কৃষ্ণ নন্দী, মোস্তফা নূর এলাহী, জেলা শিবিরের সভাপতি আব্দুল ইউসুফ ফকির, সরদার আব্দুল ওয়াদুদ, ডাক্তার হরিদাস মন্ডল, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, অধ্যক্ষ শেখ জালাল উদ্দিন, মোসলেম উদ্দিন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.