৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড -২০২৫ এ বাগেরহাট জেলা পর্যায়ে বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে সিনিয়র গ্রুপে মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দীন মেমোরিয়াল কলেজ ১ম স্থান অধিকার করে জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কলেজের শিক্ষার্থীরা ‘ব্লাইন্ড ম্যান স্টিক’ নামক একটি সাইন্স প্রজেক্ট উপস্থাপন করেছিল।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া ইসলাম শিক্ষার্থীদের হাতে শ্রেষ্ঠত্বের সনদ তুলে দেন। জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা বাগেরহাট এর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগন এ সময় উপস্থিত ছিলেন।
ব্লাইন্ড ম্যান স্টিকটি ব্যবহার করে অন্ধ ব্যক্তি রাস্তায় চলাচলের ক্ষেত্রে ১ মিটার দুরত্বের মধ্যে থাকা কোন বাধা থাকলে দ্রুত সিগনাল পাবে। ফলে বিপদের সম্ভাবনা থাকলে অন্ধ ব্যক্তি সতর্ক হতে পারবে অথবা পথ পরিবর্তন করতে পারবে বা দাড়িয়ে থেকে কারো সহযোগীতা নিতে পারবে।
‘ব্লাইন্ড ম্যান স্টিক’ নামক এ সাইন্স প্রজেক্টটি আবিস্কার ও উপস্থাপনায় অংশগ্রহণ করেছিলেন সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব জহীরুল ইসলাম সুমন, একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী খালিদ রহমান, সানজিদা ও রুকাইয়া হাসান লিসা।