দৈনিক খুলনা
The news is by your side.

জাতীয় নির্বাচনে নিষিদ্ধ পোস্টার

চলবে ডিজিটাল প্রচারণা

165

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা আর পোস্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন এবার প্রচারণায় পোস্টার নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো যাবে বলে জানিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় এবার পোস্টার ছাপানোর অনুমতি দেওয়া হচ্ছে না। বিকল্প হিসেবে প্রার্থীরা ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করতে পারবেন।”

কমিশন সভায় উপস্থিত ছিলেন ইসি সচিব মো. আখতার আহমেদ এবং এনআইডি ডিজি এসএম হুমায়ুন কবীর। তারা জানান, নির্বাচনী আচরণবিধি আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রযুক্তির ব্যবহারে প্রচারের খরচও কমবে।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত পরিবেশবান্ধব প্রচারণার দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 

Leave A Reply

Your email address will not be published.