চলমান পরিস্থিতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে।
শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। এতে অংশ নিতে উপদেষ্টারা সেখানে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর এই তথ্য জানিয়েছে।আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ।
সরকারের একটি সূত্র জানিয়েছে, বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও সাম্প্রতিক পরিস্থিতি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আলোচনা হতে পারে।