দৈনিক খুলনা
The news is by your side.

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের পথে যুক্তরাষ্ট্র

88

চীনা শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। মার্কিন মাটিতে পড়তে আসা হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার সরাসরি চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের পথে হাঁটছে।

গতকাল (বুধবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে। তাঁর ভাষায়, “চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্কিত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতায় পড়বেন।”

এই ঘোষণার পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতি দেয়, যার শিরোনাম ছিল, ‘নতুন ভিসানীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চীনকে নয়।’ এতে জানানো হয়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করে এই ভিসা বাতিল প্রক্রিয়া বাস্তবায়ন করবে পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা শিক্ষার্থীদের ভিসা আবেদন আরও কঠোরভাবে খতিয়ে দেখা হবে। ভিসার শর্তাবলি নতুন করে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন।

চীন বর্তমানে যুক্তরাষ্ট্রে পাঠানো আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশই ছিল চীনা।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের উপর নয়, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার পথে যে এগোচ্ছে, এই সিদ্ধান্ত তারই বড় প্রমাণ।

Leave A Reply

Your email address will not be published.