দৈনিক খুলনা
The news is by your side.

গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

57

ফেইসবুকে ছড়িয়ে পড়া সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহৃত একটি প্রেস বিজ্ঞপ্তিকে ‘স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা’ আখ্যা দিয়ে সতর্ক করেছে সেনাসদর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা আলোচনার মধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারবৃন্দের বরাতে ছড়িয়ে পড়া একটি সংবাদ বিজ্ঞপ্তিকে ‘গুজব’ আখ্যা দিয়ে সচেতন থাকতে বলল সেনাসদর।

শুক্রবার সেনবাহিনীর ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে বলা হয়,

‘সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরীর অপচেষ্টা চলছে। গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। সত্যতা যাচাই করুন, সচেতন থাকুন।’

Leave A Reply

Your email address will not be published.