গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি খুলনা অঞ্চলের ইফতার মাহফিল বাস্তবায়নে প্রস্তুতি সভা

খুলনা: গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি খুলনা অঞ্চলের ইফতার মাহফিল আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর আহসান আহমেদ রোডস্থ ফোকাস কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
গাবুরা ওয়েলফেয়ার সোসাইটির উপ প্রধান উপদেষ্ঠা জিএম মহিউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জিএম শরিফুল আলম মুকুল, মো. জামাল উদ্দীন লিটন, মো. খালিদ হোসেন, আসাফুর রহমান কাজল, আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দীন শান্নু, মাসুদ, খায়রুল আলম, মেজবাউর রহমান, ফয়সাল বাদশা, মোস্তাকিম বিল্লাহ, শাহীন আলম, ফরিদ উদ্দীন, লিটন, রবিউল ইসলাম, ইসরাফিল, নাঈম হোসেন প্রমুখ।
সভায় জানানো হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও গাবুরা ওয়েলফেয়ার সোসাইটি খুলনা অঞ্চলের ইফতার মাহফিলের আয়োজন করবে। আগামী ১৫ মার্চ খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনায় বসবাসরত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দারা এ ইফতার মাহফিলে অংশগ্রহন করতে পারবে।