খুলনায় বিদেশে উচ্চশিক্ষার সুযোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ জুন) দুপুরে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ও নিউরন এডুকেয়ারের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন নিউরন এডুকেয়ারের সিইও মো. আব্দুল করিম।
এতে সভাপতিত্ব করেন নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির রেজিস্ট্রার ড. মো. শাহ আলম।
পাওয়ারপয়েন্ট উপস্থাপনা এবং প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জয়নাল আবেদীন হৃদয় (যুক্তরাজ্য), জয়ন্ত বড়ুয়া (অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড) ও কাকন বর্মণ (হাঙ্গেরি, লিথুয়ানিয়া, সুইডেন, ডেনমার্ক এবং নিউরন)।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে নিউরন এডুকেয়ারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন কানাডার মাউন্ট সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি এবং সেন্ট টমাস ইউনিভার্সিটির রিজিওনাল রিক্রুটমেন্ট ম্যানেজার সুশান্ত বারুয়া।
সেমিনারে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে বক্তারা বলেন, বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসার প্রস্তুতি, আর্থিক কাগজপত্র ও চাকরি খোঁজাসহ নানা বিষয়ে প্রতারিত হয়। নিউরণ এডুকেয়ার বিশ^স্ততার সাথে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্কলারশিপ পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, হাঙ্গেরি, লিথুয়ানিয়া, সুইডেন, ডেনমার্কসহ বিশে^র বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ^বিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া, টিউশন ফিস, কাগজ পত্রের চাহিদা, স্কলারশিপ সহ বিদেশে উচ্চশিক্ষাবিষয়ে বিস্তারিত আলোচনা করেন।