দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

13

খুলনায় গাছ থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে রূপসা উপজেলার আইচগাতি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত যুবক একই উপজেলার জাবুসা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বর্তমানে ওই যুবকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আইচগাতি এলাকার বাসিন্দা সোহাগ বলেন, মঙ্গলবার বঙ্গবন্ধু কলেজের পেছনে আইচগাতি এলাকায় ওয়াজ মাহফিল হওয়ার কথা। এ উপলক্ষে ওই এলাকার বিভিন্নস্থানে মাইক সংযোগের কাজ চলছিল। বিকেল ৫ টার দিকে আরিফ বঙ্গবন্ধু কলেজের পেছনে একটি গাছে উঠে মাইক সংযোগের কাজ করছিলেন। এর মধ্যে দমকা হাওয়াসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শব্দে ভয়ে তিনি গাছ থেকে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে খুলনা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরিফের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াজ মাহফিলের মাইক সংযোগের কাজ করছিল আরিফ। বজ্রপাতের শব্দ শুনে গাছ থেকে পড়ে তিনি মারা যান। তবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি এ প্রতিবেদককে আরও জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.