উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষি স্মার্ট হলে বাংলাদেশও স্মার্ট হবে। আমাদের অর্থনীতির সফলতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। কৃষিতে উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে হবে। কৃষক ও দেশ উভয়কে সমৃদ্ধ করতে হবে। বর্তমান বিশ্বের জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে সেই জায়গাতে আমাদের প্রতিনিয়ত খাপ খাইয়ে চলতে হচ্ছে। যদি আমরা খাপ খাওয়াতে না পারি তাহলে কৃষিকে এগিয়ে নিতে পারবো না এবং দেশও পিছিয়ে পড়বে। দেশের অর্ধেক মানুষ এখনো কৃষি কাজের সাথে জড়িত। অনেক সময় হঠাৎ বৃষ্টিপাতের ফলে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়। তখন কৃষকদের করণীয় বিষয়ে তাদের জানাতে হবে। আমরা কৃষককে স্মার্ট করতে চাই। কৃষক যাতে অল্প খরচে অধিক লাভবান হয়, অধিক মুনাফা অর্র্জন করতে পারে সেজন্য কাজ করা প্রয়োজন। দেশের পানি, মাটি, বাতাস বড় সম্পদ। এদেশের মাটিতে বীজ বপন করলেই ফসল হয়। আমরা যদি পরিবেশ এবং মাটিকে সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের পরিবেশ ভালো থাকবে, আমাদের কৃষি এগিয়ে যাবে এবং আমরাও এগিয়ে যাবো।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতৃা করেন লবণচরা মেট্রোপলিটন কৃষি অফিসার ফরহদিবা শামস।