দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

27

খুলনা মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে খুলনা সদর থানার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর কেশবপুরের সফিনর দফাদারের ছেলে সজল দফাদার (২২), নগরীর সবুপাড়া মেইল রোডের জনি হাওলাদারের ছেলে সাব্বির গাওলাদার (১৯) ও বাগমারা ২নং ব্যাংকার্স গলির বাসিন্দা মো. সেলিম শেখের ছেলে আকাশ শেখ (১৯)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন বলেন, ৮ জানুয়ারি ভোর সাড়ে ৫ টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন শেলে বাংলা রোডস্থ পুরতান নির্বাচন র্অফিসের বিপরীতে হিমু লেনের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কভারসহ একটি গুপ্তি, একটি ডাবল সুইচ গিয়ার ছুরি, একটি বাটযুক্ত ধারালো ছুরি এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধ খুলনা সদর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা খুলনা মহানগর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় অপরাধজনক ঘটনার সাথে তাদের জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। তাদের তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে প্রস্তুতি চলছে। খুলনায় কিশোর গ্যাং নির্মূলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত উপ-কমিশনার মোহাঃ আহসান হাবীব, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল উল গিয়াস।

Leave A Reply

Your email address will not be published.