দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় অস্ত্র-গোলাবারুদ বোমাসহ য‌শো‌রের ২ সন্ত্রাসী গ্রেফতার

139
অস্ত্র-গোলাবারুদ বোমাসহ য‌শো‌রের ২ যুবক খুলনায় গ্রেফতার হ‌য়ে‌ছে।  বৃহস্প‌তিবার (৩০ জানুয়া‌রি) সন্ধ‌্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্ত‌রে প্রেস ব্রিফিং‌য়ে উপ-ক‌মিশনার মো: ম‌নিরুজ্জামান মিঠুএ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্প‌তিবার (৩০ জানুয়া‌রি) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নিরালা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নিরালার ২৯ নং রোডের ৩২ নং বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে মোঃ শান্ত ইসলামকে  (২৫) ও  আলিমুল হোসেন (২০) কে গ্রেফতার করা হয়। এসময় তা‌দের নিকট থে‌কে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন, ১ টি শটগানের কার্তুজ, ২টি ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় তা‌দের বিরুদ্ধে খুলনা সদর থানায় বিস্ফোরক আইন ও অস্ত্র আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
বৃহস্প‌তিবার (৩০ জানুয়া‌রি) সন্ধ‌্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্ত‌রে প্রেস ব্রিফিং‌য়ে উপ-ক‌মিশনার মো: ম‌নিরুজ্জামান মিঠু জানান, নগরীতে উদ্ধারকৃত এসব অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল‌ো কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, উদ্ধারকৃত বোমা দ্বারা কোথায় হামলার পরিকল্পনা ছিল, বোমা তৈরীর উপকরণ কার কাছ থেকে সংগ্রহ করেছে এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের জন্য অভিযান চলমান আছে।
উ‌ল্লেখ‌্য, গ্রেফতারকৃত সন্ত্রাসী শান্ত এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী থানায় ১ টি হত্যা ও মাদকের মামলাসহ মোট ৪ টি মামলা এবং অপর সন্ত্রাসী আলিমুলের বিরুদ্ধে ১ টি মামলার তথ্য পেয়েছে।

Leave A Reply

Your email address will not be published.