দৈনিক খুলনা
The news is by your side.

খুলনা নিরালা জনকল্যাণ সমিতির নির্বাচনে ফিরোজ সভাপতি, আব্দুস সবুর সাঃ সম্পাদক

5

খুলনা নগরীর অন্যতম অভিজাত ‘নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি’র দ্বি-বার্ষিক (২০২৫-‘২৬) সাধারণ নির্বাচনে সভাপতি পদে আকতার হোসেন ফিরোজ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস সবুর।

সহ-সভাপতি পদে ইজ্ঞিনিয়ার শেখ আব্দুল আলী ও স ম সাইফুল গনি তপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জি এম মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মহসিন হোসেন ও জাহাঙ্গির কবির (টিপু), অর্থ-সচিব পদে সেলিম রেজা (বাবু), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দীন, দপ্তর সম্পাদক পদে এ এম মামুন অর রশিদ, প্রচার সম্পাদক পদে শেখ হাবিবুল বাসার (মুন), নিরাপত্তা ও বনায়ন বিষয়ক সম্পাদক পদে গোলাম মোস্তফা রনি, ক্রীড়া সম্পাদক পদে এস এম ফারুক উজ জামান, আইন সম্পাদক পদে অ্যাড. কে এম রাজিবুল ইসলাম নির্বাচিত হন। পরিষদের নির্বাচিত ৫জন নির্বাহী সদস্য হলেন যথাক্রমে মোঃ আব্দুল খালেক, মোঃ ফিরোজ কবির বাবলা, ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ মোঃ মোশারফ হোসেন, মোঃ জয়নাল আবেদীন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচন নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে গণনার পর রাত ১০সাড়ে দশটায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) পিএইচটি সেন্টার, সমাজসেবা অধিদপ্তর, খুলনা।

তাছাড়া নির্বাচন কমিশনার ছিলেন যথাক্রমে খুলনা জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আবিদা আফরিন, সমাজসেবা অফিসার মাসুদুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.