খুলনা নার্সারী মালিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনে এসএম বদরুল আলম রয়েল সভাপতি এবং আবু মাসুদ সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে।
শনিবার (ফেব্রুয়রি) খুলনা নার্সারী মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সংখ্যা গরিষ্ঠ সদস্যের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাইফুল ইসলাম মল্লিক, সহকারি নির্বাচন কমিশনার মোঃ মনিরুজ্জান মোড়ল, মো. রাশেদুল আলম।
কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. সেলিম শেখ, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য নিজাম শেখ, মো. হানিফ গাজী এবং শফিকুল ইসলাম।