নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) আয়োজিত বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয় ১৫ সেপ্টেম্বর, সোমবার সকাল ১১টায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক মো: লুৎফর রহমান, উপ-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, ডিন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সভাপতিত্ব করেন রেজা আসাদ আল হুদা অনুপম, সভাপতি, গভর্নিং বডি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট।বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. ইকবাল, অধ্যাপক আনিসুজ্জামান আনিস এবং শিল্পী রফিউর রাব্বি।
প্রদর্শনীতে মোট ২২ জন শিক্ষার্থী পুরস্কৃত হয় এবং তাদের জন্য রাখা হয় বৃত্তির বিশেষ ব্যবস্থা। এবারের প্রদর্শনীতে সর্বোচ্চ সম্মানজনক “শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার” অর্জন করেছে খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং-এর ১০ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শিব শংকর মন্ডল। তার চিত্রকর্মের বিষয় ছিল স্টিল লাইফ, মাধ্যম তেলরং। শ্রেষ্ঠ পুরস্কারের পাশাপাশি ইনস্টিটিউট এর সাতজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন।
শিব শংকর সহ খুলনা আর্ট একাডেমির আরও ৫ জন প্রাক্তন শিক্ষার্থী শ্রেণী শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছে।এই সাফল্যে আনন্দিত খুলনা আর্ট একাডেমির পরিবার। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “এমন অসাধারণ আয়োজনের জন্য নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সামছুল আলম আজাদ স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই প্রদর্শনী নবীন প্রজন্মকে শিল্পের নতুন স্বপ্ন দেখাবে।
এবং খুলনা আর্ট একাডেমি শিক্ষার্থীরা বাংলাদেশেঅনন্য ভূমিকা রাখবে সেই স্বপ্ন নিয়েই চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে দক্ষ করে তোলেন। আমাদের শিক্ষার্থীরা যেন একদিন সার্থক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সবাই সেই আশীর্বাদ করবেন।”
প্রদর্শনীটি ১৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৫ প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রদর্শনী দেখার আমন্ত্রণ জানান সবাইকে।