খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘বিল্ডিং স্কিল্স ফর ইফেক্টিভ সিকিউরিটি’ শীর্ষক নিরাপত্তাকর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ শনিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং ভাবমূর্তি রক্ষায় নিরাপত্তাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত এবং সম্পদ নষ্ট কিংবা চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের যে সকল সম্পদ ও স্থাপনা রয়েছে, তার যেন ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর রাখা প্রয়োজন। তিনি আরও বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের দায়িত্ব জ্ঞান সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। এজন্য সকলকে কোড অব কনডাক্ট মেনে চলতে হবে। শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার এবং ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধ্যবাধকতার বিষয়ে উপাচার্য নিরাপত্তাকর্মীদের নির্দেশনা প্রদান করেন। তিনি নিরাপত্তাকর্মীদের নিয়মিত ব্যায়াম করানো, ৬ মাস পর পর মূল্যায়ন, রাতের ডিউটি মনিটরিং, কোড অব কনডাক্ট সম্পর্কে সচেতন করা, প্রশিক্ষণলব্ধ জ্ঞান সম্পর্কে মূল্যায়নসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। উপাচার্য নিরাপত্তাকর্মীদের জন্য এমন একটি প্রশিক্ষণ আয়োজন করায় আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী। এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ সালাউদ্দিন এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা হাবিলদার ও নিরাপত্তা কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন। রিসোর্স পারসন হিসেবে এছাড়াও টেকনিক্যাল সেশন উপস্থাপন করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিএসবি) এম. এম. শাকিলুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান, গাল্ফ সিকিউরিটি সার্ভিস খুলনার ম্যানেজার আতিকুর রহমান।