দৈনিক খুলনা
The news is by your side.

খুকৃবিসহ দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

49

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়সহ (খুকৃবি) দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে| শনিবার (১২ এপ্রিল)| বিকেল ৩টায় শুরু হওয়া পরীক্ষা চলে বিকেল ৪টা পর্যন্ত| এর আগে ভর্তি পরীক্ষা উপলক্ষে দুপুর থেকে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল কেন্দ্রে অবস্থান নেন শিক্ষার্থীরা

পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান , ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ

উপাচার্য তার বক্তব্যে বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে| গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের ফলে শিক্ষার্থী এবং অভিভাবকদের সময় ও কষ্ট লাঘব হয়েছে|

উল্লেখ্য, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেনস কলেজে মোট আসন সংখা ছিলো ২ হাজার| উপস্থিত ছিলো ১৮৯৫ জন, অনুপস্থিত ১০৫ জন, উপস্থিতির হার শতকরা ৯৪ দশমিক ৭৫।

Leave A Reply

Your email address will not be published.