দৈনিক খুলনা
The news is by your side.

ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করতে গেলে মাঠের অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য-আজিজুল বারী হেলাল

26

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন ক্রীড়া চর্চায় মাঠের বিকল্প নাই। ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করতে গেলে মাঠের অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। কিন্তু বিগত সরকারের এমপি মন্ত্রীরা লুটপাটের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থাকে ধ্বংস করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের ক্রীড়া ব্যবস্থাকে এক রোল মডেলে পরিনত করবে। তিনি বলেন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। তাই যুব সমাজকে মাদকের হাত থেকে বাচাঁতে ক্রীড়া চর্চায় মনোনিবেশ করতে হবে।

তিনি গতকাল শনিবার বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের অগ্রদূত ক্রীড়া সংস্থা আয়োজিত ১ম আজমল হোসেন জনি স্মৃতি ১৬ দলীয় সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে দ্যা হান্টার আইচগাতী টিম মাহাতাব স্মৃতি আইচগাতী টিমকে ৯৭ রানের টার্গেট দেয়। পরবর্তীতে দ্যা হ্যান্টার আইচগাতী টিম ৩২ রানে বিশাল ব্যবধানে জয় লাভ করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা পরিচালনা করেন নোমান,শাহরিয়া,আলতাফ হোসেন মোল্যা।খেলায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের হৃদয়,সেরা ফিল্ডার নির্বাচিত হন বিজয়ী দলের সাগর এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন বিজয়ী দলের ফয়সাল।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী জুলু, কেডিএ সদস্য মোল্যা খায়রুল ইসলাম,যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক আরিফুর রহমান আরিফ,উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

বিএনপি নেতা মোঃ আলতাফ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ,মোল্যা এনামুল কবীর,শেখ আলী আজগর,এম এ সালাম,আনিসুর রহমান,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র,বিএনপি নেতা নাজমুস সাকিব পিন্টু,আঃ মালেক,মিকাইল বিশ্বাস, অধ্যাপক মনিরুল হক বাবুল,আলী আকবর,উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম,রেজাউল ইসলাম,রয়েল আজম, নয়ন মোড়ল, বিএনপি নেতা বাদশা জমাদ্দার,শাহানুর রহমান আরজু,এইচএম কামরুল,সৈয়দ মাহমুদ আলী, মুন্না সরদার,রূপসা উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজন,হাবিবুর রহমান হাবিব,হাফিজুর রহমান সাগর, কামরুজ্জামান নান্টু,খান ওলিয়ার রহমান, হাফিজুর রহমান,শাহিনুর রহমান,সাজ্জাত মল্লিক, ফাইম ভূইয়া,আবুল কাশেম,জিএম হিরোক,সুমন মাতব্বর, শাহরিয়ার ফাইম, আরমান,ফয়সাল প্রমূখ।

 

Leave A Reply

Your email address will not be published.