দৈনিক খুলনা
The news is by your side.

কোন পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেস সচিব

78

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে সরকারের অতিরিক্ত মন্তব্য করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষায়, নির্বাচন পদ্ধতি নির্ধারণের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ওপরই বর্তায় এবং এ বিষয়ে সরকারের কম কথা বলাই উচিত।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গবেষণা সংস্থা ইনোভেশনের পরিচালিত এক জরিপের ফল প্রকাশ উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শফিকুল আলম বলেন, জরিপের পরিসংখ্যানই প্রমাণ করে সরকারের ওপর জনগণের আস্থা রয়েছে। জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা ভোট দিতে চান, যা আসন্ন নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এখন এতটাই পরিপক্ব যে, কেউ চাইলেই সেটিকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। ভোটাররা সক্রিয়ভাবে অংশ নিলে নির্বাচনও স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হবে।

ইনোভেশনের জরিপ অনুযায়ী, দেশের ৫৬ শতাংশ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নন। পিআর ব্যবস্থাকে সমর্থন করেছেন ২১ দশমিক ৮ শতাংশ এবং বিরোধিতা করেছেন ২২ দশমিক ২ শতাংশ উত্তরদাতা। জরিপে মোট অংশগ্রহণকারী ছিলেন ১০ হাজার ৪১৩ জন।

এছাড়া, ৬৯ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে। তবে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে এ বিষয়ে আস্থার হার কিছুটা কম দেখা গেছে।

Leave A Reply

Your email address will not be published.