দৈনিক খুলনা
The news is by your side.

কেসিসির সাবেক কাউন্সিলর টিপুকে গুলি করে হত্যা

30

খুলনা সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে (৪৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নগরীর দৌলতপুর উত্তর পাড়া এলাকায় মো. গোলাম আকবরের ছেলে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে কক্সবাজারে পাঁচ তারকা হোটেল সীগালের সামনে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার পকেটে জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড থেকে তার পরিচয় সনাক্ত করা হয়।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, এক মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে ওই ব্যক্তিকে গুলি করে। এ সময় গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশে চলে যায়। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

জানা যায়, সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে গোলাম রব্বানী টিপু ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পরে ২৬ সেপ্টেম্বর দেশের অন্য ১২টি সিটি করপোরেশনের মতো কেসিসি কাউন্সিলর হিসেবে তাকেও অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। ৫ আগষ্টের পর থেকে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপু আত্মগোপনে ছিলেন।

জানা যায়, এর আগেও গোলাম রব্বানী টিপুকে লক্ষ্য করে কয়েকদফা হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ২০২৪ সালের ৮ এপ্রিল গভীর রাতে তার দৌলতপুরের বাড়িতে ককটেল হামলা চালানো হয়।

দেয়ানা উত্তরপাড়ার নিজস্ব বাসায় দুটি মোটরসাইকেলে চার অজ্ঞাতনামা ব্যক্তি এসে তিনটি ককটেল গেটের বাইরে থেকে বাড়ির ভেতর ছুড়ে মারে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে বাড়ির ছাদ ও দেওয়াল ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক প্রতিপক্ষরা এই ঘটনার জন্য দায়ী বলে ওই সময় টিপু দাবি করেন। এছাড়া নির্বাচনে জয়ী হওয়ার পর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার পদক্ষেপের কারণেও এই হামলা হতে পারে বলে জানান।

এদিকে রাতে স্থানীয় পত্রিকা চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন ভার্সনের সংবাদে টিপুকে গুলি করে হত্যার ঘটনা প্রচার করে। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সীগাল পয়েন্টে গুলিবিদ্ধ অবস্থায় গোলাম রব্বানীকে পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন ইজিবাইক (টমটম) চালক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম রব্বানীর পকেটে থাকা এনআইডি থেকে জানা গেছে, তার বাড়ি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুর উত্তরপাড়া এলাকায়। তবে তিনি পর্যটক হিসেবে সেখানে ছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। রাত ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত কি কারণে বা কারা তাকে গুলি করেছে সেটাও জানা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.