কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলা বায়সা গ্রামের মোঃ আব্দুস সাত্তারে ছেলে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক নাজমুল আলমের অসাধারণ সাফল্যে তার বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী খুবই উৎফুল্ল।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে দশ জেলায় হাজার মত শিক্ষাপ্রতিষ্ঠান । এবং প্রত্যেক প্রতিষ্ঠানে একজন করে গণিতের শিক্ষক আছেন। এই ৮ হাজার গণিতের শিক্ষকের মধ্য থেকে মাত্র ১০ জনকে সৃজনশীল মাস্টার ট্রেইনার অর্থাৎ এসএসসি পরীক্ষার প্রশ্ন প্রণয়ন এবং পরিশোধন এর জন্য নিযুক্ত করেছেন।
ঢাকাতে প্রেরণ করে প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছেন।একইভাবে বাংলাদেশের দশ শিক্ষা বোর্ডের ১০০ জনকে গণিত বিষয়ের শিক্ষককে সৃজনশীল মাস্টার ট্রেইনার নিযুক্ত করে সারা বাংলাদেশে গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্ন কিভাবে প্রণয়ন করতে হয় সে বিষয়ে বিস্তরণ ঘটানো হবে।
সার্বিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. এহসানুল কবির সহ বোর্ডের চেয়ারম্যান গন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন । নাজমুল আলম ২০০০ সালে পাইলট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি বিভাগ থেকে প্রথম বিভাগ পাস করেন। গণিত বিষয়ে অনার্স মাস্টার্স শেষে ঢাকায় শিক্ষকতা শুরু করেন এরপর ২০১৩ সালে গণিতের শিক্ষক হিসেবে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের যোগদান করেন।