দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে শিশুদের টাইফয়েড টিকা দানের উদ্ধোধন

17

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’র শুভ উদ্ধোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আয়োজনে পৌর শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্যেদিয়ে ওই কর্মসূচীর উদ্ধোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান,আর,এম,ও ডাঃ সমরেশ কুমার দত্ত, ফোকাল পারসন ডাঃ মোঃ তরিকুল ইসলাম ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইসমত আরা প্রমুখ। ৯ মাসের শিশু থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদেরকে টাইফয়েড টিকাদানের আওতায় আনা হয়েছে।

এর আওতায় কেশবপুর উপজেলায় ৬৯ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। ১২ আক্টোবর শুরু করে ১৮ কর্মদিবস শিশুদের টিকা দেওয়া হবে। এরমধ্যে ১০ কর্মদিবস বিভিন্ন প্রতিষ্ঠানে এবং ৮ কর্মদিবস কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.