দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে মুরগির বিষ্ঠা দিয়ে মাছ চাষের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা

58

কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণভাবে পোল্ট্রি মুরগির বিষ্ঠা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করার দায়ে একটি ঘের মালিককে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।

 

গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামের একটি মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার করে মাছ চাষ করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে উক্ত ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়-কে মুরগির বিষ্ঠাসহ হাতেনাতে আটক করা হয়। পরে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ঘের মালিক মতিয়ার রহমান-কে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।

উল্লেখ্য, এর আগে ঘের মালিককে এ ধরনের ক্ষতিকর কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু তা অমান্য করে তিনি পুনরায় একই কার্যক্রম চালু রাখেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, মুরগির বিষ্ঠা দিয়ে মাছ চাষ জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এ ধরনের মাছ ভোক্তাদের শরীরে নানা রোগ এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। জনস্বার্থে আমরা কোনো ধরনের আপস করব না। তিনি আরও জানান,খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।