দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন

বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়

91

যশোরের কেশবপুরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে যুগাচার্য্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় আবু সরাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক। সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, মুতুবউদ্দীন বিশ্বাস সহ-সভাপতি পৌর বিএনপি, আরও উপস্থিত ছিলেন সুকুমার সাহা, শংঙ্কর পাল, কনক সেন, প্রবীর কুমার দত্ত প্রমুখ। মঙ্গল শোভাযাত্রাটি উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে যেয়ে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.