কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে যশোর জেলা প্রশাসক মোঃ আযাহারুল ইসলাম মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১৫মে) বেলা ১১টার দিকে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র ওয়াজেদ খান ডবলু, চেয়ারম্যান আলা উদ্দীন আলা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, সিনিয়ার মৎস্য অফিসার সুদিব বিশ্বাস, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশিদ বুলবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট হোসেন, অরিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম বলেন কেশবপুরের বড় সমস্যা ভবদহ জলবদ্ধা তার সমস্যাার সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে । বুড়িভদ্রার খনন কাজ সেনাবাহিনীর অধীনে দেওয়া হবে। ঘের মালিকদের উদ্দেশ্যে বলেন, একক ভাবে ব্যক্তি লাভের কথা শুধু দেখলে চলবে না। সরকারি সকল আইন মেনে ঘের ব্যবসা পরিচালনা করতে হবে সরকারি রাস্তা ভেড়ি হিসাবে ব্যবহার করা যাবে না। উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন কোন দূর্নিতির অনিয়ম কোন ভাবে মেনে নেওয়া হবে না। কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন কে মাদক সেবনকারী ও মাদক বিক্রিতা আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহন করার পরামর্শ দেন।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, সিট সংখ্যা বাড়ানো, পৌর শহরের মেইন রোডে ত্রিমহিনী মোড়, থানার মোড়ে ট্রাফিক ব্যবস্থা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক ও শিক্ষা ব্যবস্থা, ভেজাল ঔষধ বিক্রেতা, চাঁদাবাজি টেন্ডার বাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে বক্তারা বক্তব্য রাখেন।