যশোরের কেশরপুর সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগষ্ট) বিকালে সাগরদাঁড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খানের সভাপতিত্বে নারী সমাবেশে বক্তব্য রাখে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ, সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, মহিলা নেত্রী নাজমা খাতুন ও নুরুন্নাহার নুরি। সমাবেশে এলাকার শতশত নারী অংশ নেয়।